কলকাতা, ১১ জুন (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে, আগামী ১৫ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৩ জুন পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলি যেমন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ১৫ জুন অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আবার উপকূলবর্তী জেলা ও সন্নিহিত অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।