রোহতাস, ১০ জুন (হি.স.): ভারত এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতিতে যোগ দিয়েছে ভারত। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার বিহারের রোহতাসে গোপাল নারায়ণ সিং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সমাবর্তন অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, “এটি একটি দীক্ষান্ত অথবা স্নাতক অনুষ্ঠান নয়। শিক্ষা থেকে আমরা জ্ঞান পাই, যেখানে দীক্ষা থেকে আমরা সংস্কৃতি পাই।”
রাজনাথ সিং বলেছেন, “স্বামী বিবেকানন্দ একবার আমেরিকা সফরে ছিলেন। সেখানে স্বামীজীর পোষাক দেখে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজী, আপনি কেন আপনার পোশাক পরিবর্তন করেন না, যাতে আপনাকেও একজন ভদ্রলোকের মতো দেখায়। আপনি যতই জ্ঞানী হোন না কেন, মানুষকে অবশ্যই সঙ্গে নিতে হবে। রাজনাথ আরও বলেছেন, ভারত এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতিতে যোগ দিয়েছে ভারত। মরগান স্ট্যানলি বলেছেন ২০২৭ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতির মধ্যে গণনা করা হবে ভারতকে।