আহমেদাবাদ, ১০ জুন (হি.স.): বড়সড় সাফল্য পেল গুজরাট পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড (এটিএস)। গুজরাটের পোরবন্দর থেকে এক বিদেশী নাগরিক-সহ ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এটিএস। শনিবার এটিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পোরবন্দর থেকে এক বিদেশী নাগরিক-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সকলের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। পোরবন্দর ও আশেপাশের এলাকায় বিশেষ অভিযানের জন্য এটিএস-এর একটি বিশেষ দল গত কয়েকদিন ধরে সক্রিয় ছিল।
গুজরাট এটিএস জানিয়েছে, ধৃত ৪ জন ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএসকেপি) অপারেটিভের কাজ করত। গুজরাটের ডিজিপি বিকাশ সহায় বলেছেন, “ধৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) পোরবন্দর থেকে তিনজন পুরুষ এবং সুরাট শহর থেকে এক মহিলাকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে “অপরাধী” সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের যোগসাজশ দেখায়।”