রায়পুর, ১০ জুন (হি.স.): কথা রাখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছত্তিশগড়ের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো নম্বর পাওয়া পড়ুয়াদের চড়ালেন হেলিকপ্টার। ছত্তিশগড়ের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় শীর্ষে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য শনিবার সকালে হেলিকপ্টার যাত্রার আয়োজন করা হয়। ৮৮ জন পড়ুয়া এদিন হেলিকপ্টারে চড়েছে।
ছত্তিশগড়ের মন্ত্রী ডঃ প্রেমসাই সিং বলেছেন, “মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রতিশ্রুতি দিয়েছিলেন, পড়ুয়ারা যদি দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সেরা ১০ জনের মধ্যে আসে তবে তাঁরা হেলিকপ্টারে চড়তে পারবে। সেই মতো এদিন ছাত্র-ছাত্রীদের হেলিকপ্টার চড়ানো হয়।”