দুবাই, ৯ জুন (হি.স.) : আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে বৈঠক করে নতুন রাজস্ব বণ্টন মডেল নিয়ে অভিযোগ করেছে পিসিবি। আগামী চার বছরের জন্য যে রাজস্ব বণ্টন মডেলের প্রস্তাব করেছে আইসিসি, তাতে পাকিস্তানের অংশ বাড়ানোর কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
নতুন রাজস্ব মডেলে আইসিসির আয়ের সর্বোচ্চ ৩৮.৫ শতাংশ পাবে বিসিসিআই। ইংল্যান্ড ৬.৮৯ শতাংশ, অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ। আর পাকিস্তান পাবে ৫.৭৫ শতাংশ।
ওয়ানডে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান আর সেরা ১০ খেলোয়াড়ের ৩ জনই পাকিস্তানের। তাই আইসিসিকে রাজস্ব বণ্টন মডেলে পাকিস্তানের অংশ বাড়ানোর দাবি করেছে পিসিবি। প্রস্তাবিত নতুন মডেলে পাকিস্তানের অংশ না বাড়ালে তা বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।