দিল্লির নন্দ নগরীতে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, পুরানো শত্রুতাতেই বিবাদ বলে অনুমান পুলিশের

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির নন্দ নগরীতে পুরানো শত্রুতার জেরে ২২ বছরের এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টা করল ওপর এক যুবক।

শুক্রবার পুলিশ জানিয়েছে, এই ঘটনার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মাটিতে লুটিয়ে পড়া এক যুবককে অপর একজন ছুরি দিয়ে কোপাচ্ছে। ঘটনার পর হামলাকারী পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০.৩৭ মিনিট নাগাদ একজন পুলিশকে ফোন করে জানায়, তাঁর দাদাকে কোপানো হয়েছে এবং তাঁকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।জখম যুবকের নাম কাসিম (২০)। তাঁর বাড়ি সুন্দর নগরীতে। পরে তাঁকে এইমস ট্রমা সেন্টারে রেফার করা হয়। অভিযুক্ত হামলাকারীকে পাকড়াও করেছে পুলিশ।

অতিরিক্ত ডিসিপি সন্ধ্যা স্বামী বলেছেন, সোহেব নামে হামলাকারী কাসিম নামে যুবককে কোপায়। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিছু দিন আগে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল বলে জানা গিয়েছে।