জম্মু, ৯ জুন (হি.স.) : শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ থাকবে। এই সময় মহাসড়ক মেরামত করার কারণে যানবাহন চলাচলের উপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ বিজ্ঞপ্তিতে বলেছে, রামবনের ডালভাসে মেরামতের কাজ করা হবে। এজন্য শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। এই সময়ে জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, এর আগেও রামবন ও বানিহাল এলাকার মধ্যে মেরামতের কাজের কারণে প্রতি সপ্তাহে শুক্রবার যানবাহন চলাচলের জন্য জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল।

