আগরতলা, ৮ জুন (হি.স.) : পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে সামিল হয়েছেন গন্ডাছড়া নিউ ভগিরথ পাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রায় এক বছর ধরে নিউ ভগীরথ পাড়ার একাংশ পরিবার পানীয় জলের সমস্যায় ভুগছেন। সমস্যার সমাধান না পেয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে সড়কে অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন প্রসাশনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেছেন। প্রশাসন আশ্বাস দিয়েছে ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।
জনৈক অবরোধকারী জানিয়েছেন, গন্ডাছড়া নিউ ভগিরথ এলাকায় প্রায় এক বছর ধরে তীব্র জল সংকটে ভুগছেন স্থানীয় মানুষ। বাধ্য হয়ে নোংরা জল পানীয় হিসাবে ব্যবহার করছেন তাঁরা। ফলে, জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন একাধিক পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হলেও জলের সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ করতে হবে।এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
অবরোধের খবর পেয়ে ছুটে গেছেন প্রসাশনের পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং নিয়মিত জল সরবরাহ করা হবে তা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় জনগণ।