পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রিয়াং শরনার্থীদের পথ অবরোধ


আগরতলা, ৮ জুন (হি.স.) : পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধে সামিল হয়েছেন কালাঝাড়ি পাহাড়ে পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরনার্থীরা। দীর্ঘ দিন জল ও বিদ্যুতের সমস্যায় ভুগছেন তাঁরা। অবশেষে বৃহস্পতিবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন গোমতী জেলার সহকারী জেলাশাসক পংকজ চক্রবর্তী, মহকুমা ম্যাজিসট্রেট প্রশান্ত বাদল নিয়োগী, পানীয়জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের অমরপুরের সহকারী বাস্তুকার সুভাস চাকমা সহ অনান্য পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছে নিয়মিত জল ও বিদ্যুৎ পরিষেবার প্রদান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন রিয়াং শরনার্থীরা।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, কালাঝাড়ি পাহাড়ে পুনর্বাসন প্রাপ্ত মিজোরাম থেকে আগত রিয়াং শরনার্থীরা পানীয় জলের সমস্যা ভুগছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে জলের সংকটে ভুগছেন। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা বন্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। তাঁদের আরও অভিযোগ, এ বিষয়ে প্রসাশনকে জানানো হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, তাঁরা বাধ্য হয়ে আজ সকাল আটটা থেকে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে দুই ঘন্টা পর গোমতী জেলার সহকারী জেলাশাসক পংকজ চক্রবর্তী, মহকুমা ম্যাজিসট্রেট প্রশান্ত বাদল নিয়োগী, পানীয়জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের অমরপুরের সহকারী বাস্তুকার সুভাস চাকমা সহ অনান্য পদস্থ আধিকারিকরা ছুটে আসেন এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছে, নিয়মিত জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবার প্রদান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন শরনার্থীরা