কলকাতা, ৮ জুন (হি.স.): আপাতত অস্বস্তিকর গরম থেকে কলকাতার রেহাই নেই। গরমে হাঁসফাঁস করবে দক্ষিণ ও উত্তর-দুই বঙ্গই। আগামী শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদায় তাপপ্রবাহের মতো পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও, তাতে গরম কমবে না। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ, তাতে গরম একটু কমেছে।
সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে বিগত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে গরম। গাঙ্গেয় বঙ্গ এবং গৌড়বঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের ডুয়ার্স এবং উপকূলবর্তী বঙ্গেও গরমের তীব্রতা মারাত্মক। রোদে বেরোলে ঘামের অস্বস্তি তো আছেই, তার উপরে গরমে মাথা ধরার সমস্যায় ভুগছেন অনেকে। গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয় এখন ভরসা।
কোথাও কোথাও গরম আর জলীয় বাষ্পের উপস্থিতিতে স্থানীয় ভাবে কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তাতে গরম থেকে সার্বিক স্বস্তি মিলছে না। বড়সড় এলাকা জুড়ে ঝড়বৃষ্টি বা কালবৈশাখী হলে গরমের দাপট থেকে কিছু ক্ষণের জন্য রেহাই মিলতে পারে। কিন্তু তেমন পূর্বাভাসের তথ্য আপাতত নেই। কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও, গরম কিন্তু কম নেই। একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।