ওভাল, ৭ জুন (হি.স.) : ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু। অজিদের হয়ে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। বোলিংয়ে সূচনায় মহম্মদ সামি।
প্রথমেই বড় ধাক্কা খেল অজিরা, খোয়াজা আউট উসমান খোয়াজার উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। প্রথম ধাক্কা খেল অজিরা। ১০ বল খেলে কোনও রান করতে পারেননি খোয়াজা।
ফাইনালে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল দুই দলের ক্রিকেটাররা।
টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই অশ্বিনকেই ফাইনালে ভারতের একাদশে রাখা হয়নি। টস হওয়ার পর একাদশ ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে অশ্বিনকে নিয়ে প্রশ্ন। কেন তিনি ভারতের একাদশে নেই?
অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ঁ ও স্কট বোল্যান্ড।
ভারতের একাদশ:
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

