দিল্লিতে জাতীয় হ্যান্ডবলে আসামকে হারালো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।।জয় পেলো ত্রিপুরা। অসমের বিরুদ্ধে। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৯ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতায়। দিল্লির এন সি টি মাঠে অনুষ্ঠিত আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘‌ই’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে অসম এবং ঝাড়খন্ড। বুধবার ত্রিপুরা ২০-‌১৬ গোলে পরাজিত করে অসমকে। দুর্দান্ত খেলে ত্রিপুরার প্রতিটি খেলোয়াড়। আজ ঝাড়খন্ডকে পরাজিত করতে পারলেই গ্রুপ থেকে বেরিয়ে যাবে ত্রিপুরা। দুর্দান্ত ফলাফলে কোচ, ম্যানেজার সহ দলের প্রতিটি‌ খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন রাজ্য সংস্থার সচিব লিটন রায়। ‌