সুরিনামে বসবাসরত প্রবাসী ভারতীয়রা সমস্ত ক্ষেত্রে পারদর্শী : রাষ্ট্রপতি মুর্মু

পরমারিবো, ৭ জুন (হি.স.): সুরিনামে বসবাসরত প্রবাসী ভারতীয়রা সমস্ত ক্ষেত্রেই পারদর্শী। সুরিনামের রাজধানী পরমারিবোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “আমি অত্যন্ত খুশি যে, সুরিনামের প্রবাসী ভারতীয়রা দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁরা প্রায় সব ক্ষেত্রেই পারদর্শী।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুরিনামে তাঁর সফর শেষ করে সার্বিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিচের আমন্ত্রণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৯ জুন পর্যন্ত রাষ্ট্রীয় সফরে সার্বিয়ায় থাকবেন।