জেসিসির সর্বাত্মক চেষ্টা ব্যর্থ করে লিড নিয়ে স্ফুলিঙ্গের তিন পয়েন্ট

স্ফুলিঙ্গ: ৪২৪, ৭৯/২(২০)

জেসিসি: ৩৯৮/১০(১৩১.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। দারুন চেষ্টা করেছে জেসিসি-র ব্যাটার্সরা। শেষ মুহূর্তে ২৬ রানের জন্য লিড হলো না জয়নগর ক্রিকেট ক্লাবের। প্রথম ইনিংসে ৪ শতাধিক রান করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া স্ফুলিঙ্গ ক্লাব-ই শেষ পর্যন্ত প্রথম ইনিংসে লিড পেল। তবে প্রত্যাশিতভাবেই ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়েছে। জে সি লীগ ২০১৯-২০ সেশনের স্ফুলিঙ্গ বনাম জেসিসি-র তিন দিনের ম্যাচ আজ, বুধবার ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে স্ফুলিঙ্গ পেয়েছে ৩ পয়েন্ট। জেসিসি-র পকেটে এসেছে এক পয়েন্ট। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত জেসি লীগ ক্রিকেট নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে জেসিসি আজ তৃতীয় তথা অন্তিম দিনে  ১৯৪ রানের পাশাপাশি ছয় উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে প্রথম ইনিংসে লিড নেওয়ার যথেষ্ট চেষ্টা করে। ৬৬.৫ ওভার খেলে ২০৪ যোগ করে মোট ৩৯৮ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। ২৬ রানে লিড নিয়ে স্ফুলিঙ্গ দ্বিতীয় ইনিংস শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময় কুড়ি ওভার ব্যাটিং এর সুযোগ পায়। দুই উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। সামগ্রিক খেলায় স্ফুলিঙ্গের কৌশল আচার্যের ১৭১ রান, বিক্রম দেবনাথ এর ৮৭ রান এবং জেসিসি-র নিরুপম সেনের ৬০ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে জেসিসির তুষার সাহা ৪টি উইকেট পেয়েছে। এদিকে স্ফুলিঙ্গের জয়দীপ ভট্টাচার্য ও অজয় সরকার তিনটি করে উইকেট পেয়েছে।