নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ বিধানসভা নির্বাচনে যে সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিল সবকটিতেই জামানত জব্দ হয়৷ অভিযোগ ফল ঘোষণার পর আর ৩ মাস কোন তৃণমূলের বঙ্গ নেতাকে রাজ্যে আসতে দেখা যায়নি৷ এই অবস্থায় সোমবার আচমকা ত্রিপুরায় এলেন সাংসদ সুস্মিতা দেব৷ প্রদেশ সভাপতি ছাড়াই বৈঠক করলেন দলীয় অফিসে৷ তিনি জানান, জুলাই কিংবা আগস্ট মাসে নাকি সকলকে নিয়ে নির্বাচনী ফলাফল পর্যালোচনা করা হবে৷
2023-06-05