পাটনা, ৫ জুন (হি.স.): বিরোধীদের বৈঠক আপাতত স্থগিত, আগামী ১২ জুন আলোচনায় বসছেন না বিরোধীরা। সূত্রের খবর, রাহুল গান্ধী-সহ একগুচ্ছ বিরোধী দলের নেতারা ওই দিন উপস্থিত থাকতে পারছিলেন না। সেই কারণেই ১২ তারিখের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহুল গান্ধী এই মুহূর্তে রয়েছেন বিদেশে।
চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন সোনিয়া গান্ধীও। সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়গে এবং এম কে স্ট্যালিনের পক্ষেও সেদিনের বৈঠকে উপস্থিত হওয়া সম্ভব ছিল না। পরিবর্তে ঠিক করা হয়েছে অন্য একটি দিন, যেদিন উপস্থিত থাকতে পারবেন সকলেই। জানা যাচ্ছে, ১২ জুনের পরিবর্তে বৈঠক বসবে ২৩ জুন। যদিও, আনুষ্ঠানিকভাবে কোনও দিনক্ষণ জানানো হয়নি।
সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “আগামী ১২ জুন বিরোধী দলের বৈঠক স্থগিত করা হয়েছে। বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রধানদের আসার কথা ছিল, তাই আমরা কংগ্রেস পার্টিকে বলেছি যে দলের প্রধান আসতে হবে। বৈঠকের নতুন তারিখ পরে জানানো হবে।”
উল্লেখ্য, এই বৈঠকের কথা জানা গিয়েছিল দিনকয়েক আগেই। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধী জোট আরও শক্তিশালী করার লক্ষ্যেই সকলকে এক ছাতার নিচে বসার জন্য আহ্বান জানিয়েছিলেন নীতীশ কুমার।