ঢাকা, ৫ জুন (হি. স.) : ভারত থেকে আমদানির ঘোষণাতেই বাংলাদেশে কমতে শুরু করল পেঁয়াজের দাম । ঘোষণা ২৪ ঘণ্টার মধ্যে ৯৫ থেকে ১০০ টাকা থেকে কেজি প্রতি ৭৫ টাকায় নেমে এসেছে । মূলত ভারতীয় পেঁয়াজ আমদানির খবরেই আড়তে দাম কমে গেছে।
বাংলাদেশের খাতুনগঞ্জের পাইকারি বাজারে গতকাল রবিবার বিকেলে যেই পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা ছাড়িয়েছিল, সেই একই পেঁয়াজ সোমবার দিনের শুরুতেই কেজি ৭৫ টাকায় বিক্রির জন্য দর দেওয়া হয়েছে। তবে এই দামেও পেঁয়াজের ক্রেতা মিলছে না। কিন্তু দাম আরও কমে যাবে এই শঙ্কায় খুচরা ব্যবসায়ীরা আড়ত থেকে পেঁয়াজ কিনতে চাইছেন না। এর ফলে যেই দাম দেওয়াই হোক না কেন পাইকারি বাজারে ক্রেতা মিলছে না।
প্রসঙ্গত, রবিবার বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। সে অনুযায়ী বাংলাদেশ সরকার আজ থেকে পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র বা আইপি দিতে শুরু করেছে। যত আবেদন ছিল সকালেই সব অনুমোদন দেওয়া হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম জানান, ‘আমি ৫ হাজার টন পেঁয়াজ আমদানির আইপি পেয়েছি সকালেই। ভারতীয় সরবরাহকারীকে বলে রেখেছিলাম, যাতে আইপি হাতে আসা মাত্রই দুপুর নাগাদ পেঁয়াজ দেশে ঢুকাতে পারি। কিন্তু আইপিতে টেকনিক্যাল ত্রুটি থাকায় সকালেই আনা সম্ভব হয়নি। আশা করছি সন্ধ্যা নাগাদ কিছু পেঁয়াজ দেশে ঢুকবে।’