কলকাতা, ৫ জুন (হি. স.) : এখনও কটকের বিভিন্ন হাসপাতালে ভরতি বাংলার বাসিন্দারা। তাঁদের জন্য মঙ্গলবার কটক যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে বুধবার মৃত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন তিনি।
দুর্ঘটনায় মৃতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ হোম গার্ডে চাকরি দেওয়া হবে বলে সোমবার আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার আহতদের চিকিৎসার তদারকির জন্য কটক যাবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন পরিবার কল্যাণ দফতর মন্ত্রী শশী পাঁজা ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সূত্রের খবর, এ কারণেই আজ উত্তরবঙ্গ সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এদিন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে যান তিনি। সেখানে আহতদের সঙ্গে কথাও বলেন তিনি। দুর্ঘটনায় মৃতদের ৫ লক্ষ টাাকা ক্ষতিপূরণ সহ হোম গার্ডে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি।
বালেশ্বরে দুর্ঘটনায় মৃত চার জনের স্মৃতির প্রতি এ দিন কলকাতা প্রবেশের মুখে দ্বিতীয় হুগলি সেতুতে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় নিহত এই চারজনই এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তাঁরা হলেন কুলপির অনিমেষ মণ্ডল, সাগরের স্বপ্না প্রামাণিক, বিষ্ণুপুরের বিশ্বনাথ চক্রবর্তী এবং বারুইপুরের সৌরভ রায়। তাঁদের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।