BRAKING NEWS

পাথারকা‌ন্দির বি‌ভিন্ন গ্রাম সহ চা বাগান এলাকায় লা‌ম্পি রো‌গে আক্রান্ত অসংখ‌্য গবা‌দি পশু


পাথারকান্দি (অসম), ৫ জুন (হি.স.) : করিমগঞ্জের পাথারকা‌ন্দির বি‌ভিন্ন গ্রাম ও চা বাগান এলাকার গ‌রিব কৃষক‌দের গবা‌দি পশুর শ‌রি‌রে সংক্রামক রোগ লা‌ম্পি মহামা‌রির আকার ধারন ক‌রে‌ছে। এ‌তে ই‌তিম‌ধ্যে বেশক‌টি গরুর মৃত‌্যু জ‌নিত খবর পাওয়া গে‌ছে। সমস‌্যাগ্রস্থ কৃষ‌কেরা জানান বি‌ভিন্ন বয়সের গরু হঠাৎ ক‌রে আক্রান্ত হ‌চ্ছে। প্রথ‌মে গবা‌দি পশু‌দের শ‌রি‌র কিছুটা ফু‌লে যা‌চ্ছে।প‌রে পু‌রো শ‌রি‌রে বে‌রি‌য়ে পড়‌ছে গু‌টি বস‌ন্তের ন‌্যায় গু‌টি।এ‌তে আক্রান্ত গরু খাওয়া দাওয়া ছে‌ড়ে ঝি‌মি‌য়ে থাক‌ছে।পরব‌র্তিতে বিনা চি‌কিৎসায় অ‌নেক গরু মৃত‌্যুমু‌খে প‌তিত হ‌চ্ছে।

কৃষ‌কের আ‌য়ের অন‌্যতম উৎস গৃহপা‌লিত গরুর এমন মড়‌কে দি‌শেহারা হবার উপক্রম দেখা দি‌য়ে‌ছে অ‌নেক অসহায় কৃষক‌দের ম‌ধ্যে।এলাকার প্রায় প্রতি‌টি এলাকায় এমন রোগ ব‌্যাপক হা‌রে ছ‌ড়ি‌য়ে প‌ড়ার খবর পাওয়া গে‌ছে।সমস‌্যা নিরস‌নে ভুক্ত‌ভোগী কৃষ‌কেরা আক্রান্ত গরুর বিনামু‌ল্যে চি‌কিৎসার জন‌্য স্থা‌নে স্থা‌নে চি‌কিৎসা শি‌বি‌রের আ‌য়োজন কর‌তে ডি‌সি সিও বিধায়ক সহ সরকা‌রি পশু চিকিৎসক‌দের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

এ‌দি‌কে গবা‌দি পশুর এ‌হেন মহামা‌রি জ‌নিত মড়ক সম্প‌র্কে লোয়াইপোয়া এলাকার ভে‌টে‌রিনা‌রি ফিল্ড কর্মী তাজউ‌দ্দিন খান‌কে প্রশ্ন কর‌লে তি‌নি এমন রো‌গের প্রার্দুভা‌বের সত‌্যতা স্বিকার ক‌রে‌ছেন। তি‌নি জানান এটা এক প্রকার ছোঁয়া‌ছে চর্ম‌রোগ।‌ভাইরাস সংক্রান্ত এ রো‌গের প্রকোপ থে‌কে রক্ষা পে‌তে কৃষক‌দের যত্নবান হ‌তে হ‌বে।গবা‌দি পশু‌দের বা‌ড়ির বা‌হি‌রে অন‌্য পশু‌দের সা‌থে মেলামেশা কর‌তে দেওয়া যা‌বে না।বিষয়‌টির উপর তীক্ষ্ণ নজর র‌য়ে‌ছে পশু চি‌কিৎসা বিভা‌গের।এ‌তে কাহারও সহ‌যো‌গিতার দরকার পড়‌লে স্থানীয় পাথারকা‌ন্দি পশু চি‌কিৎসা কে‌ন্দ্রে যোগা‌যোগ কর‌তে বলা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *