ভুবনেশ্বর, ৪ জুন (হি.স.) : ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা রবিবার জানিয়েছেন, বালেশ্বর জেলার বাহাঙ্গা রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ নয়, ২৭৫ জন। তিনি বলেন, গণনায় ত্রুটির কারণে দুর্ঘটনায় প্রাণ হারানোর সংখ্যা সঠিক নয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
মুখ্যসচিব জেনা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দুর্ঘটনার পরে, কিছু মৃতদেহের দ্বিগুণ গণনা করা হয়েছিল, তবে এখন সম্পূর্ণ তদন্তের পরে, বালাসোরের জেলা ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। তিনি বলেন, ২৭৫টি দেহের মধ্যে ৭৮টি লাশ শনাক্ত করা হয়েছে এবং মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও ১০টি মরদেহ শনাক্ত করা হয়েছে, শিগগিরই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকি মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
তিনি জানান, লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫০০৬১ জারি করা হয়েছে। যারা মৃতদেহ শনাক্ত করতে আসছেন তারা এই নম্বরে কল করতে পারেন। তাদের সহযোগিতা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না। রাষ্ট্রীয় খরচে এসব মৃতদেহ গন্তব্যে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।