বালেশ্বর, ৩ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩৩-এ পৌঁছেছে। আহত হয়েছেন ৯০০-র বেশি যাত্রী। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে। ওডিশার মুখ্য সচিব প্রদীপ জানা জানিয়েছেন, খারাপভাবে ক্ষতিগ্রস্ত একটি বগি এখনও রয়ে গিয়েছে। এনডিআরএফ, ওডিআরএএফ ও দমকল কর্মীরা ওই বগিটি কেটে উদ্ধারকাজের চেষ্টা চালাচ্ছেন। শনিবার সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, “এটা একটি বড় মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার উদ্ধার অভিযান পরিচালনা করছে। সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। গতকাল ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।”
শুক্রবার নির্ধারিত সময়েই হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। বাংলা থেকে দক্ষিণ ভারত যাওয়ার জনপ্রিয়তম ট্রেনগুলির মধ্যে অন্যতম করমণ্ডল এক্সপ্রেস। বহু মানুষ প্রতিদিন ওই ট্রেনে চড়ে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যান চিকিৎসা করাতে। ঘড়ির কাঁটা তখন ৭টা পেরিয়েছে সদ্য। ওডিশার বালেশ্বর স্টেশন পেরনোর পর আচমকাই বিকট শব্দ। ক্রমশ গতি কমতে থাকে করমণ্ডলের। একাধিক কামরা ডান দিকে হেলে পড়তে থাকে বিপজ্জনক ভাবে। করমণ্ডলের বেলাইন হওয়া কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনের উপর। ডাউন লাইনের উপর আড়াআড়ি গিয়ে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা। তত ক্ষণে করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েছে। একটি মালগাড়ি করমণ্ডল এক্সপ্রেসের সামনে চলছিল। কোনও ভাবে করমণ্ডল এক্সপ্রেস সোজা গিয়ে ধাক্কা মারে সেই মালগাড়ির পিছনে। মালগাড়ির পিছনে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির কামরার উপরে উঠে যায়। পিছনে বেলাইন হয়ে পড়ে এক্সপ্রেস ট্রেনটির বেশির ভাগ কামরা। সেই সময়ই উল্টো দিক থেকে আসছিল বেঙ্গালুরু থেকে হাওড়াগামী একটি এক্সপ্রেস ট্রেন। যা লাইনের উপর আড়াআড়ি ভাবে পড়ে থাকা করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরার উপর দিয়ে চলে যায়। ডাউন লাইনে পড়ে থাকা করমণ্ডলের কামরার সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের একাধিক কামরা। ছিটকে পড়েন ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা।
শনিবার সকালে ওডিশার মুখ্য সচিব প্রদীপ জানা জানিয়েছেন, এখনও এখনও পর্যন্ত প্রায় ৯০০ জন যাত্রী আহত হয়েছেন এবং বালেশ্বর, ময়ূরভঞ্জ, ভদ্রক, জাজপুর এবং কটক জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এ পর্যন্ত ২৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বগি বাকি রয়েছে; এনডিআরএফ, ওডিআরএএফ এবং ফায়ার সার্ভিস এখনও বগি কেটে জীবিত বা মৃতদের উদ্ধারের চেষ্টা করছে। ওডিশার তথ্য ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, বালেশ্বরের বাহানাগাতে মর্মান্তিক রেল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এক দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দিয়েছেন এবং ৩ জুন রাজ্য জুড়ে কোনও উদযাপন করা হবে না।