অসমের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রিত্ব পেয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন নন্দিতার

হাফলং (অসম), ৩ জুন (হি.স.) : রাজ্যর ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রিত্ব লাভ করে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হাফলঙের বিধায়ক নন্দিতা গার্লোসা।

নন্দিতা বলেন, ডিমা হাসাও জেলার জনগণ আমাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করে রাজ্যের মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই তিনি ডিমা হাসাও জেলার জনগণের কৃতজ্ঞ, বলেন মন্ত্রী গার্লোসা।

রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের দায়িত্ব পেয়ে আজ শনিবার নন্দিতা গার্লোসা হাফলঙে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ কথা বলেন। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের দায়িত্ব পেয়ে শনিবার হাফলঙে এসে হাসাও জেলার বরিষ্ঠ খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া বিভাগ, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্লাবের পক্ষ থেকে মন্ত্রী নন্দিতা গার্লোসাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। আজকের মত বিনিময় অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠকদের সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা।

এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা সাংবাদিকদের বলেন, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ হচ্ছে এক বিশাল বিভাগ। এই বিভাগের দায়িত্ব নেওয়ার পর আমার প্রধান কাজ হবে ক্রীড়া ক্ষেত্রে অসমকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। তিনি বলেন, হিমা দাস, লাভলিনা বড়গোহাঁই, নয়নমণি শইকীয়া জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অসমের নাম উজ্জ্বল করেছেন। ডিমা হাসাও জেলার ফুটবলার বাওরিংডাও বডো, রাকেশ প্রধানরা জাতীয় স্তরে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছেন। তবে এবার অসমের কোণায় কোণায় ছড়িয়ে-ছিটিয়ে অবস্থানকারী প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে ক্রীড়া ক্ষেত্রে অসমকে জাতীয় স্তরে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবেন।

সম্প্রতি উত্তরপ্রদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ডিমা হাসাও জেলার খেলোয়াড়রা ৩২টি পদক দখল করেছেন। ওই সব খেলোয়াড়রা যে প্রদর্শন করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *