তুফানগঞ্জ, ৩ জুন (হি. স.) : কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতা খুনের পর এবার নাটাবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি অনন্ত রায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপির অভিযোগ, রাত প্রায় আড়াইটে নাগাদ তৃণমূল কংগ্রেস আশ্রিত কয়েকজন দুষ্কৃতী অনন্তর শোওয়ার ঘরের পাশে আগুন লাগিয়ে দেয়। যার ফলে আংশিক পুড়ে যায় শোওয়ার ঘরের পাশে থাকা গোয়াল। টের পেয়ে পরিবারের লোকেরা জেগে উঠে চিৎকার শুরু করেন। এরপর সেখানে আসেন প্রতিবেশীরা। তাঁরা আগুন নেভান। রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়। শনিবার তৃণমূলের তুফানগঞ্জ ১ ব্লক (ক)-এর সভাপতি মনোজ বর্মন বলেন, ‘এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। নিরপেক্ষভাবে তদন্ত করলে সবকিছু পরিষ্কার হবে।’ তুফানগঞ্জ থানার তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।