আগরতলা, ২ জুন (হি.স.): আগামী ৫ জুন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এদিন দুপুর ১২ টায় পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করা হবে বলে জানালেন পর্ষদের সভাপতি ডা: ভবতোষ সাহা।
এদিন সংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে ২২ মে। চলতি মাসের ৫ জুন ফল প্রকাশ করা হবে এবং ফলাফল প্রকাশের আধ ঘন্টার পর পর্ষদের নিজ ওয়েব সাইটে ফলাফল দেখতে পারবে ছাত্র ছাত্রীরা।এবারের মাধ্যমিকের চেয়ে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি বলে জানান তিনি।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ মার্চ এবং শেষ হয়েছিল ১৮ এপ্রিল। উচ্চ মাধ্যমিককের পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল শেষ হয়েছিল এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু হয়ে ৫ এপ্রিল শেষ হয়েছিল। ২মে থেকে শুরু হয়েছিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ। আগরতলা শহরের দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়েছিল। চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হয়েছিল। এ বছর ২৬৫২ জন শিক্ষক-শিক্ষিকা খাতা দেখার কাজে নিযুক্ত ছিলেন। সেই সাথে প্রধান পরীক্ষক ছিলেন ১১০ জন।

