ইন্দোর, ২ জুন (হি.স.): উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’। শুক্রবার হিন্দু রীতি মেনে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দেন নেপালের প্রধানমন্ত্রী। এদিন দুপুরে ইন্দোরে পৌঁছনোর পর নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ এদিন বলেছেন, ভারত ও নেপাল দু’টি প্রাচীন ও মহান দেশ। শিবরাজের কথায়, “ভারত ও নেপাল প্রাচীন ও মহান দেশ। আমরা নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছি। দুই দেশের সম্পর্ক যাতে উন্নত হয় এবং সহযোগিতা আরও বৃদ্ধি পায়, তা নেপালের প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে হবে বলে আশা করছি।”
গত বুধবার ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’। সফরের দ্বিতীয় দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন তিনি। ভারত সফরের তৃতীয় দিনে তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে পূজার্চনা করেছেন।