রাঁচি, ২ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, কিন্তু কাজ করে সম্পূর্ণ বিপরীত। শুক্রবার রাঁচিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও আম আদমি পার্টির নেতৃত্বের সঙ্গে দেখা করেন হেমন্ত সোরেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে, কিন্তু কাজ করে সম্পূর্ণ বিপরীত। এটা এখন স্পষ্ট যে, যেই দলগুলি কেন্দ্রীয় সরকারের মিত্র নয় তাঁরা প্রায় একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এটা চিন্তার বিষয়।”
প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন আদায় করতে ঝাড়খণ্ডে পৌঁছন। নিজস্ব দফতরে কেজরিওয়াল ও ভগবন্ত মান-সহ সবাইকে স্বাগত জানান হেমন্ত সোরেন। কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়েছে। উল্লেখ্য, কেজরিওয়াল ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।