বানারহাট, ১ জুন (হি.স.) : আগুনে ভস্মীভূত হল তিনটি দোকান। তবে ভুটানের দমকলের ইঞ্জিন সঠিক সময়ে চলে আসায় বড়সড় দুর্ঘটনা রক্ষা পেল ভুটান সীমান্তের ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে বানারাহাট ব্লকের ভুটান সীমান্তের চামুর্চি চেকপোস্ট এলাকায়। তিনটি দোকানের মধ্যে একটি দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ একটি দোকান থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর বাসিন্দারা নিজেরাই জল দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি, আগুন আশেপাশে দোকানে ছড়াতে থাকে। বাসিন্দারা ভুটান ও ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে ভুটান থেকে একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাসিন্দাদের অভিযোগ, দমকল কেন্দ্র অনেক দূরে থাকায় সময়মতো ইঞ্জিন এসে পৌঁছোতে পারে না। বানারহাটে দমকল কেন্দ্র তৈরির দাবি করেন ভুটান সীমান্তের বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা।
ভুটান সীমান্ত চামুর্চির বাসিন্দাদের দাবি, আমাদের পানীয় জল থেকে শুরু করে যে কোনও দুর্ঘটনার জন্য প্রতিবেশী দেশ ভুটানের উপর নির্ভর করতে হয়। নিজের দেশের অনেক সুবিধা থেকে বঞ্চিত সীমান্তের বাসিন্দারা।