আগরতলা, ১ জুন (হি.স.) : ভারতীয় ক্রিকেটে ভালো জায়গায় নেই ত্রিপুরার অবস্থান। তাই মাঠের পারফরম্যান্সের ভিত ভালো করতে এবার দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারকে নিয়ে আসছে ত্রিপুরা রাজ্য। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে পরামর্শক নিয়োগ করছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
চুক্তি অনুযায়ী, ত্রিপুরায় বছরে ১০০ দিন কাজ করবেন ক্লুজনার। রঞ্জি দলের সঙ্গে কাজ করার পাশাপাশি ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক ৮টি দলেও কাজ করবেন ১৯৯৯ বিশ্বকাপে খেলা এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।
ভারতীয় ক্রিকেটে তার কোচিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম নয়। ২০১৮-১৯ মৌসুমে দিল্লির পরামর্শক কোচ হিসেবে কাজ করেন তিনি।