কান্নুর, ১ জুন (হি.স.) : কেরলের কান্নুর রেল স্টেশনে আগুন ধরে গেল একটি এক্সপ্রেস ট্রেনে, অল্প সময়ের মধ্যে ওই এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেসে। দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, কান্নুর রেলওয়ে স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেস, ভোররাত ১.২৫ মিনিট নাগাদ একটি বগিতে আগুন লেগে যায়। ট্রেনটি কান্নুর রেল স্টেশনের কাছে থামানো ছিল। বগিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিভিয়েছে।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি প্ল্যাটফর্ম এবং ভারত পেট্রোলিয়াম জ্বালানী ডিপো থেকে কয়েক মিটার দূরে রেললাইনে দাঁড়িয়ে ছিল। আরপিএস কান্নুরের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেন থেকে সমস্ত যাত্রী নেমে যাওয়ার পরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং তাই কেউ আহত হয়নি। রেল এক বিবৃতিতে জানিয়েছে, মনে করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে দুষ্কৃতীদের হাত থাকতে পারে। এফআইআর রুজু করেছে জিআরপি। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল।