মণিপুরের মোরেতে কুকি প্রতিনিধি দলের সাথে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের, গ্রহণ করলেন স্মারকপত্র

মোরে (মণিপুর), ৩১ মে (হি.স.) : মণিপুরের ভারত-মায়ানমার সীমান্ত শহর মোরেতে কুকি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের শুরুতে কুকি প্রতিনিধি দলের হাত থেকে তিনি গ্রহণ করেছেন এক স্মারকপত্র।

আজ বুধবার সংঘর্ষ-পীড়িত মণিপুরের মোরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে এসে পরিদর্শন করেছেন সংঘর্ষস্থল এবং অগ্নিদগ্ধ বাড়িঘর। এখান থেকে তিনি গিয়েছেন হিংসায় ক্ষতিগ্রস্ত ভারত-মায়ানমার আরেক সীমান্তবর্তী জেলা তেংনুপালের কাংপোকপি শহরে। এখানে এসে চলমান হিংসাজর্জর এলাকার গ্রাউন্ড পরিস্থিতির মূল্যায়ন করেছেন তিনি। সংঘর্ষ-পীড়িত বেশ কয়েকটি এলাকায় গিয়ে পুড়ে যাওয়া বাড়িঘর দেখেছেন। বহুক্ষণ কথা বলেছেন ভুক্তভোগী নাগরিকদের সঙ্গে।

স্থল পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি মোরে জেলার কুকি নাগরিক সমাজ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠকে মিলিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থানীয় ভুক্তভোগী মানুষ, নাগরিক সমাজ এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে রাজ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা তপনকুমার ডেকা, কেন্দ্রীয় সরকার নিয়োজিত নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং প্রমুখ। তবে অমিত শাহের মোরে এবং কাংপোকপির সফরসঙ্গী ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

প্রসঙ্গত, চারদিনের সফরসূচি নিয়ে গত সোমবার ২৯ মে রাত ৯:২০ মিনিটে ইমফলে এসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপায় বের করতে দফায় দফায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ সাধারণ ও পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ এবং মহিলা সুশীল সমাজ ‘ইমা’-দের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী কাল ১ জুন তিনি মণিপুর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *