কলকাতা, ৩১ মে (হি.স.) : জেলবন্দি সারদা-কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রসঙ্গে আদালতের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি বলেন, ওই চিঠি নিয়ে আমিই তো সিবিআই তদন্ত চেয়েছিলাম আগে। আদালত তদন্তের নির্দেশ দেওয়ায় আমি খুশি। ওই চিঠি কীভাবে লেখানো হয়েছিল সুদীপ্ত সেনকে দিয়ে, সব জানা যাবে। সাড়ে তিন বছর জেলখাটা ব্যক্তিটিকে মজা দেখাব এবার।
২০২০ সালে জেলবন্দি সুদীপ্ত সেনের একটি চিঠি প্রকাশ্যে আসে। তাতে তিনি অভিযোগ করেন, কাঁথি পুরসভা তাঁর কাছ থেকে ড্রাফট এবং নগদে ৫০ লক্ষ টাকা নিয়েছে। সেই সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। আরও অভিযোগ, সেই সময় টাকা দিতে তাঁকে চাপ দেন শুভেন্দু। সুদীপ্তর ওই চিঠির ভিত্তিতে কেন শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বহুদিন ধরে তিনি এ ব্যাপারে সরব। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের অনেক নেতাই এ ব্যাপারে সিবিআই তদন্তের দাবি করেন। বুধবার কুণালের আইনজীবী সিএমএম আদালতে ওই চিঠির ব্যাপারে সিবিআই তদন্তের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে বলে জানান কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী।