ভিয়েনা, ৩১ মে (হি.স.) : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কাছে মোয়েডলিং শহরের একটি হাসপাতালে মঙ্গলবার অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে মোডলিং স্টেট হাসপাতালের তৃতীয় তলায় একটি কক্ষে আগুন লেগে তিনজন পুরুষ রোগীর মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।