আর্জেন্টিনা, ৩১ মে (হি.স.) : গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। এখন পালা নক আউট পর্যায়ের। অর্ফাৎ কোয়ার্টার ফাইনাল। অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হচ্ছে বুধবার থেকে। দ্বিতীয় রাউন্ডে মোট আটটি দল যোগ্যতা অর্জন করেছে। তার মধ্যে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবারই এই দুই দল মাঠে নামছে।
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে তিউনেশিয়া। এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া। ভারতীয় সময় রাত আড়াইটেতে মেসির দেশ তাদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামবে। অন্যদিকে রাত ১০.৩০ মিনিটে ব্রাজিল নামবে তিউনেশিয়ার বিরুদ্ধে।
ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হবে ইতালি বনাম ইংল্যান্ড ম্যাচটি। গ্রুপ ডি-তে ইতালি দ্বিতীয় স্থানে এবং গ্রুপ ই-র এক নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড। ইতালি মোট ৩ ম্যাচের দুটিতে জয় একটি হার। অন্য দিকে ইংল্যান্ড ৩ ম্যাচের দুটি জয় একটি ড্র করেছে। তবুও গ্রুপ লিগের হিসেব দ্বিতীয় রাউন্ডে খাটবে না এমনটাই মত ফুটবল বিশেষজ্ঞদের।