BRAKING NEWS

হিংসাজর্জর মণিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইমফলে সম্পন্ন নাগরিক সমাজের সঙ্গে বৈঠক

ইমফল, ৩০ মে (হি.স.) : হিংসাজর্জর মণিপুরের পরিস্থিতি শান্ত করতে অক্লান্ত কসরত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চারদিনের সফরসূচি নিয়ে গতকাল সোমবার রাত ৯:২০ মিনিটে ইমফলে এসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপায় বের করতে দফায় দফায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ সাধারণ ও পুলিশ প্রশাসন, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতাদের পর আজ মঙ্গলবার সম্পন্ন করেছেন নাগরিক সমাজের সঙ্গে বৈঠক। আজ সকালে মহিলা সুশীল সমাজ ‘ইমা’-দের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকের পর নাগরিক সমাজের সঙ্গে অনুরূপ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্য প্রশাসনের এক শীর্ষ সূত্রে জানা গেছে, রাজ্যে শান্তির বাতাবরণ করতে প্রশাসনকে সর্বতোপ্রকারে সহায়তা করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছে নাগরিক সমাজ। তাঁরা রাজ্যে সর্বাবস্থায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করবে বলেও অঙ্গীকার করেছে, জানিয়েছে প্রশাসনিক সূত্র।

সূত্রটি আরও জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মহিলা নেত্রীদের সংগঠন ‘মীরা পাইবি’র সঙ্গেও বহুক্ষণ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। নারী নেত্রীরা রাজ্যের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্তব্য সম্পাদন করবেন বলে অঙ্গীকার করেছেন।

এদিকে নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, ‘ইমফলে আজ বিভিন্ন নাগরিক সমাজ ও সংগঠনের প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা সকলেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সর্বতোপ্রকারে প্রশাসনকে সহায়তা করবেন বলে প্রতিশ্রুতির পাশাপাশি আশ্বাস দিয়েছেন, তাঁরা একসাথে মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পথ প্রশস্ত করতে অবদান রাখবেন।’

গতকাল রাতে হিংসা-বিধ্বস্ত রাজ্য সফরে এসে অমিত শাহ মণিপুরের রাজ্যপাল আনুসুইয়া উইকের সাথে দেখা করেছেন। রাজ্যপালের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যতের করণীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রী, জ্যেষ্ঠ নেতা এবং আমলাদের সঙ্গেও বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *