BRAKING NEWS

‘সিআইডি কেন, সিবিআই তদন্ত হোক’, আদালতের বাইরে দাবি কুর্মি নেতার

কলকাতা, ২৯ মে (হি.স.) : গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কুর্মি নেতা রাজেশ মাহাতো। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিআইডি। সোমবার আদালত থেকে বেরিয়ে রাজেশ জোর গলায় বলেন, ‘শুধু সিআইডি নয়, সিবিআই তদন্ত হোক।‘

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজেশ বলেন, ‘আন্দোলনকে দমন করতে চক্রান্ত করা হচ্ছে। সাংবিধানিক অধিকারকে দমন করা হচ্ছে। কোনও হিংসাকে আমরা সমর্থন করি না। আমাদের সমাজের আন্দোলন ৭৩ বছর ধরে চলছে। আমরা এই অধিকারের লড়াই শান্তিপূর্ণভাবে করে আসছি। কিন্তু আজকে আমাদের আন্দোলনকে শুধু দমন করার জন্য নয়, একটা জাতিকে শেষ করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। তাই সিআইডি কেন, সিবিআই তদন্ত হোক।’
এরপরেই হাইকোর্টে মামলা করা নিয়ে তিনি বলেন, ‘শুভেন্দুবাবুকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কিন্তু আইনের উপর বিশ্বাস আছে। ন্যায় বিচার হবে, আমরা আশা করছি।’ প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছিল, তাতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ চুরমার করে দিয়েছিল কুর্মি আন্দোলনকারীদের একাংশ। সেই ঘটনায় ধরপাকড় শুরু হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। শনিবার ও রবিবার মিলিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *