মুর্শিদাবাদ, ২৯ মে (হি. স.) : মুর্শিদাবাদের বড়ঞার বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল সম্পর্কে বাবা-ছেলে সফিরুল বাশার ও বিরাজ আলম। রবিবার রাতে পাঁপড়দহ গ্রাম থেকে তাদের ধরা হয়। পাশাপাশি গতকাল রাতভর গ্রামে তল্লাশি চালিয়েছে পুলিশ। তাতে উদ্ধার হয়েছে প্রায় ২ বালতি তাজা বোমা। সোমবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে। নতুন করে যাতে কোনও গন্ডগোল না হয় তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গতকাল বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে বড়ঞা থানার বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যর ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমির শেখ। বাড়ি বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাপড়দহ গ্রামে। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়। পুলিশ সূত্রের খবর, পাপড়দহ গ্রামের পঞ্চায়েত সদস্য ঝনু শেখের ভাই হলেন আমির শেখ। তাঁকে লক্ষ্য করে পরপর ৮-১০টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিকট শব্দ পেয়ে গ্রামবাসীরা সেখানে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।