আগরতলা,২৮ মে( হি.স.): নেশা কারবারিকে আটক করতে গিয়ে পরিবারের হাতে আক্রান্ত নতুনবাজার থানার ওসি।ঘটনায় রবিবার দুপুরে নতুনবাজার থানাধীন সূত্রধর পাড়া এলাকায় কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছিল।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন,দীর্ঘ দিন যাবৎ নতুনবাজার থানাধীন সূত্রধর পাড়া এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে আসছেন কবীর হোসেন নামে ওই এলাকার বাসিন্দা। রবিবার দুপুরে সাদা পোশাকে নতুনবাজার থানার ওসি প্রীতিময় চাকমা নেশা কারবারিকে আটক করতে বাড়িতে প্রবেশ করেছিলেন।তখন কবীর হোসনকে আটক করলে তাঁর পরিবারের সদস্যরা ওসি প্রীতিময় চাকমার উপর আক্রমণ চালায়। খবর পেয়ে ছুটে আসে নতুনবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। ওই ঘটনায় গোটা এলাকায় কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছিল।