২ ইনিংসে দেবোত্তমের ১০ উইকেট খেতাব নিশ্চিত চলমান সংঘের

চলমান-‌৩৫৮/‌৭ (‌ডি:‌) & ‌ ৫৯/‌১ (‌ডি:‌)‌ 

 ব্লাডমাউথ-‌১৩১ & ৮২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।।খেতাব প্রায় হাতের মুঠোয়। শেষ ম্যাচে বি সি সি-‌র বিরুদ্ধে পরাজিত না হলেই খেতাব জয় করে নেবে চলমান সঙ্ঘ। আপাতত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে চলমান সঙ্ঘ। অন্ততপক্ষে ড্র হলে চ্যাম্পিয়ন খেতাব, অন্যথায় রানার্স খেতাব নিশ্চিত চলমানের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশনের সুপার ফোরে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে চলমান জয়লাভ করে ২০৪ রানে। চলমানের গড়া ৩৫৮ রানের জবাবে ব্লাডমাউথ মাত্র ১৩১ রান করে প্রথম ইনিংসে। ২২৭ রানে এগিয়ে থেকে চলমান দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৫৯ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ২৯৬ রানের‌ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্লাডমাউথ মাত্র ৮২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবোত্তম ঘোষ ম্যাচে ১০ উইকেট দখল করেন। সঙ্গত কারনে ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় দেবোত্তম-‌কে। শনিবার প্রথম দিনের ৭ উইকেটে ৩৫৮ রানে ইনিংসের সমাপ্তি ঘোষনা করেন চলমানের অধিনায়ক। রবিবার সকালে শুরু থেকেই চলমানের বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ব্লাডমাউথের ব্যাটসম্যান-‌রা। দল মাত্র ১৩১ রান করতে সক্ষম হয়। মিডল অর্ডারে কৌশল আচার্য যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে ব্লাডমাউথের স্কোর সম্ভবত ৭০ রানের গন্ডি পার হতো না। কৌশল ৬৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন। এছাড়া শুভম গোপ ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং অনিক পাল ৬৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। চলমানের পক্ষে কৃষ্ণধন নম:‌ (‌৪/‌৩২), দেবোত্তম ঘোষ (‌৩/‌৫৪) এবং নবজ্যোতি দেবনাথ (‌২/‌৬) সফল বোলার। ২২৭ রানে এগিয়ে থেকে ৪৯ বল খেলে ১ উইকেট হারিয়ে ৫৯ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে চলমান। দলের পক্ষে তন্ময় দাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৪১ (‌অপ:‌) এবং আরমান হুসেন ২৬ বল খেলে ১৭ রান করেন। ২৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্লাডমাউথের ব্যাটসম্যানদের উপর কার্যত স্ট্রিম রোলার চাপান দেবোত্তম ঘোষ। ওই স্পিড স্টারের বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ব্লাডমাউথ। এবং গুটিয়ে যায় মাত্র ৮২ রানে। দলের পক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নেমে শুভম গোপ কিছুটা লড়াই করেন। শুভম ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌৪৪ রান করেন। এছাড়া রীতেশ রাই ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। চলমান সঙ্ঘের পক্ষে দেবোত্তম ঘোষ (‌৭/‌৪০) এবং কৃষ্ণধন নম:‌ (‌৩/‌১৪) সফল বোলার।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *