মাছলিতে তিনটি মৃত গরু সহ কয়েকশ গরু আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ মনু থানাধীন পূর্ব মাছলি শিববাড়িতে  বিএসএফের জোয়ানরা রবিবার বেশ কয়েকটি গরু বোঝাই গাড়ি আটক করেছে৷ গাড়িতে তিনটি মৃত গরু পাওয়া গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়৷  আইন কানুনের তোয়াক্কা না করে বার্মা থেকে মিজোরাম হয়ে ত্রিপুরায় অহরহ গরু পাচার অব্যাহত রয়েছে৷ বার্মা থেকে নিয়ে আসা এইসব গরু ত্রিপুরার সীমান্ত পথে বাংলাদেশে পাচার হয়৷ বেআইনিভাবে নিয়ে আসা এসব করো আটক করতে এবার তৎপর হলো বিএসএফ৷ বিএসএফের কাছে সুনির্দিষ্ট খবর আসে বার্মা থেকে মিজোরাম হয়ে রাজ্যে নিয়ে আসা হচ্ছে প্রচুর পরিমাণ বার্মিজ গরু৷ সেই খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থেকে শিববাড়ি যাওয়ার পথে মনু থানার পূর্ব মাছলির শিববাড়ি এলাকায়  রবিবার ভোর চারটে নাগাদ বিএসএফের জোয়ানরা বেশ কয়েকটি গরু বোঝাই গাড়ি আটক করে৷ বিএসএফের জোয়ানদের দেখতে পেয়ে গরু বোঝাই গাড়িগুলি থামিয়ে চালক ও অন্যান্যরা পালিয়ে জঙ্গলে ঘা ঢাকা দিতে সক্ষম হয়েছে৷ তবে তাদেরকে আটক করার জন্য বিএসএফ এবং স্থানীয় জনগণের তৎপরতা অব্যাহত রয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রায় ৩০-৩৫টি গাড়ি বোঝাই করে ৩০০/৪০০  গরু রাজ্যে নিয়ে আসা হচ্ছিল৷  গত প্রায় এক বছর ধরেই এই এলাকা দিয়ে বার্মা থেকে মিজোরাম হয়ে ত্রিপুরায় গরু নিয়ে আসা হচ্ছে বলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন৷ কিন্তু পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এই অবৈধ পাচারের বিরুদ্ধে কঠোর কোন মনোভাব এতদিন ধরে নেয়নি৷ রবিবার ভোর রাতে গাড়ি গুলি আটক করার চেষ্টা করে বিএসএফ৷ কয়েকটি গরু বুঝাই গাড়ি আটক করা সম্ভব হলেও আরো বেশ কিছু সংখ্যক গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে৷ সম্পূর্ণ বেআইনিভাবে গাড়ি গুলিতে অতিরিক্ত সংখ্যক গরু বুঝাই করে নিয়ে আসার ফলেই তিনটি গরুর মৃত্যু হয়েছে বলেও যারা গেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷