নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): নাইজেরিয়া সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ২৮-৩০ মে নাইজেরিয়া সফরে থাকবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এই সফরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত বোলা আহমেদ টিনুবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শনিবার সকালে সরকারি সূত্রে জানানো হয়েছে, ২৮-৩০ মে নাইজেরিয়া সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত বোলা আহমেদ টিনুবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রসঙ্গত, ২৯ মে (সোমবার) নাইজেরিয়ার রাজধানী আবুজার ঈগল স্কোয়ারে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে, সেখানেই যোগ দেবেন রাজনাথ সিং। ২৮ মে নাইজেরিয়ার বিদায়ী রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারির সঙ্গেও দেখা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।