রাজগড়: গাড়ির ধাক্কায় বাইক আরোহী দুই যুবকের মৃত্যু

রাজগড়, ২৭ মে (হি. স.) : মধ্য প্রদেশের রাজগড়ের জাতীয় সড়ক-৫২-এর সারাংপুর থানা এলাকার মৌ জোড় গ্রামে অবস্থিত গুর্জার ধাবার সামনে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মারে একটি বাইককে।। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয় এবং গাড়িতে থাকা দুইজন আহত হয়। শনিবার ময়নাতদন্ত শেষে দেহ স্বজনদের কাছে হস্তান্তর করে এবং গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে।

থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারীক আশুতোষ উপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার রাতে মহাসড়কের মৌ জোড়ের কাছে গুর্জার ধাবার সামনে একটি দ্রুতগামী গাড়ি একটি বাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাইক আরোহী গজরাজ ভিলালা (৪৫) এবং জগন্নাথ ভিলালা (২৫) ঘটনাস্থলেই মারা যান । এবং গাড়িতে থাকা কুলজিত সহ আরও এক যুবক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ চালকের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।