জঙ্গলমহলের নেতাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শালবনি, ২৭ মে (হি.স.) : দলের কাজ ঠিক মতো না করার জন্য জঙ্গলমহলের নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনির জনসভা থেকে সুজয়, অজিত মাইতি, শ্রীকান্ত মাহাতো, উত্তরা-সহ একাধিক নেতাকে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো।

মেদিনীপুরের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়ার সঙ্গে দলের নেতা সুজয়ের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এই বিষয়টি মিটিয়ে ফেলার জন্য নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুন কিন্তু এলাকায় ঘোরে, সুজয় তুমি জুনের সঙ্গে ভাল ব্যবহার করবে। জুন আমাদের সাংস্কৃতিক মঞ্চের একটি মেয়ে, খুব পপুলার মেয়ে। আর যদি না পারো, আমাকে বাধ্য করো না কোনও ব্যবস্থান নিতে।’
শিউলির সঙ্গে স্থানীয় নেতৃত্বের ঝামেলা নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘শিউলির সঙ্গে একটা গন্ডগোল হয়েছিল কেশপুরে, আমি বলব ওটা মিলিয়ে নাও এবং যারা পুরনো নতুন আছে। আগামী দিনে তোমায় যদি দাঁড়াতে হয়, পঞ্চায়েত ইলেকশান করতে হয়, পার্লামেন্ট ইলেকশন করতে হয়, পার্টিকে জেতাবে। ইট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি।’

অজিত মাইতিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অজিত মাইতি অনেক পুরনো। আমার দলের অনেকদিনের সহকর্মী। কেউ কেউ এখন আবার অজিতের কথা শোনে না। অজিতকে পাত্তাও দেয় না। আর অজিতেরও দোষ আছে। একটু গ্রপইজম করা। এগুলো বন্ধ করো। আস্তে আস্তে ভাল করে কাজ করো। তোমাকে সবাই মানবে।’ তবে বঙ্কিমকে প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বঙ্কিমদার সম্বন্ধে আমার বলার কিছু নেই। হি ইজ রিয়েলি ট্রুলি জেন্টলম্যান।’