আগরতলা, ২৭ মে (হি.স.) : হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন চাকমাঘাট ভূমিহীন কলোনির গ্রামবাসীরা। অবশেষে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। দীর্ঘ দিন যাবৎ সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে শনিবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়ক অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বনদপ্তরের কর্মীরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।বনদপ্তরের কর্মীরা আশ্বাস দিয়েছেন হাতির সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।
জনৈক অবরোধকারীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে তেলিয়ামুড়ায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছে গ্রামবাসীদের। বন্য হাতির তান্ডবে কয়েকজন মারাও গিয়েছেন। তাঁদের আরো অভিযোগ, শুক্রবার গভীর রাতে বন্য হাতি গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে। এ-বিষয়ে বনদপ্তরের কর্মীদের একাধিকবার জানানো সত্বেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে শনিবার সকালে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
অবরোধের খবর পেয়ে তেলিয়ামুড়ার থানার পুলিশ সহ বনদপ্তরের কর্মীরা ছুটে এসে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং বনদপ্তরের কর্মীরা আশ্বাস দিয়েছেন হাতির সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।