ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।।এগিয়ে আনা হলো রাজ্য দাবা। ১০-১১ জুন হওয়ার কথা ছিলো রাজ্য অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতা। ওই সময় ভুবনেশ্বরে কিটস-এ স্কুল দাবা প্রতিযোগিতা হওয়ায় বাধ্য হয়েই এগিয়ে আনা হবে রাজ্য অনূর্ধ্ব-৭ এবং মহিলা দাবা প্রতিযোগিতা। নতুন সূচী অনুযায়ি ৩-৪ জুন হবে দুই বিভাগে রাজ্য দাবা প্রতিযোগিতা। ৬ রাউন্ডের হবে খেলা। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২ জুন-এর মধ্যে ৫০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে অনুরোধ করেছেন উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ।
2023-05-27

