চালসা, ২৭ মে (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের আইভিল চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার করা হল। শনিবার চা বাগানের ডাঙ্গি ডিভিশনের ৩৬ বি সেকশন থেকে ওই দেহ উদ্ধার করা হয়।
এদিন, বাগানের শ্রমিকরা ওই সেকশনে চা পাতা তোলার কাজ করছিল। সেইসময় তাঁরা চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখে। খবর চাউড় হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে লেপার্ডের দেহ উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, দেহ ময়নাতদন্তের জন্য গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।