নয়াদিল্লি ও বেঙ্গালুরু, ২৬ মে (হি.স.): সম্প্রসারিত হতে চলেছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মন্ত্রিসভা। শনিবার নতুন মন্ত্রীদের শপথ হবে বলে রাজভবন সূত্রের খবর। কংগ্রেসের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই দফায় আরও ২৪ জন মন্ত্রী শপথ নিতে পারেন। তার আগে শুক্রবার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন সিদ্দারামাইয়া। শুক্রবার সকালে দিল্লির ১০ জনপথ-এ গিয়ে সোনিয়া ও রাহুলের সঙ্গে দেখা করেছেন সিদ্দারামাইয়া।
কর্নাটক বিধানসভার আসনসংখ্যা ২২৪। পরিষদীয় বিধি মেনে তাঁদের ১৫ শতাংশ অর্থাৎ ৩৪ জন মন্ত্রী হতে পারেন। গত শনিবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার-সহ ১০ জন মন্ত্রী শপথ নিয়েছেন। অর্থাৎ আরও ২৪ জন মন্ত্রী এখনও শপথ নিতে পারেন দাক্ষিণাত্যের ওই রাজ্যে।