নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ফার্মা এবং মেডিকেল ডিভাইস শিল্পপ্রতিষ্ঠানগুলিকে সাশ্রয়ী মূল্যের এবং গুণমানসম্পন্ন পণ্য তৈরির দিকে মনোনিবেশ করতে আহ্বান জানিয়েছেন। শুক্রবার নতুন দিল্লিতে ফার্মা এবং মেডিকেল ডিভাইস সেক্টরের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে, তিনি বলেছেন, এই প্রতিযোগিতামূলক শিল্পে গুণমানের সঙ্গে আপস করা যাবে না এবং সরকার তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে।
তিনি দেশের শ্রেষ্ঠ ওষুধ ও চিকিৎসা যন্ত্রের উৎপাদন নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি জানিয়েছেন, সরকার শিল্পকে উত্সাহিত করতে মৌলিক রাসায়নিকের জন্য উত্পাদন-সংযুক্ত প্রণোদনা প্রকল্প আনতে চলেছে।
মনসুখ মান্ডভিয়া জোর দিয়ে বলেছেন, নরেন্দ্র মোদী সরকার গরিব ও কৃষকদের স্বার্থে, তাই এই শিল্পের বিকাশও চায়।