কৌশলগত দিক থেকে বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ : গোলাম মহম্মদ

ঢাকা, ২৬ মে (হি.স.): বাংলাদেশের পরম বন্ধু দেশ ভারত এবং ভবিষ্যতেও তাই থাকবে। এই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সভাপতি ও প্রাক্তন বাণিজ্যমন্ত্রী গোলাম মহম্মদ কাদের। তিনি বলেছেন, কৌশলগত দিক থেকে বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় গোলাম মহম্মদ কাদের বলেছেন, ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ। ভারত ও বাংলাদেশ দু”টি পৃথক সার্বভৌম রাষ্ট্র কিন্তু সাংস্কৃতিকভাবে আমরা সবাই এক। ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কও অত্যন্ত দৃঢ়। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের যৌথ সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও ইতিহাস দুই দেশের সম্পর্ককে ঘনিষ্ঠতা প্রদান করে। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা।

বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান বলেন, ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ। ভারত একটি ভালো প্রতিবেশীর ভূমিকাও প্রদর্শন করে। এই সময় ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক সাহায্য করেছিলেন। এছাড়াও আমাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে গোলাম মহম্মদ কাদের বলেন, কোভিড সংকটের সময় তিনি করোনার ভ্যাকসিন পাঠিয়ে বাংলাদেশকে নজিরবিহীনভাবে সাহায্য করেছেন। কাদের বলেন, ভারত প্রতিটি সংকটে আমাদের সাহায্য করেছে, তাই আমরা আমাদের প্রতিবেশী দেশের কাছে সবসময় কৃতজ্ঞ।
একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও চিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশ দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়াবে। মহম্মদ কাদের বলেন, তার বড় ভাই হুসেইন মহম্মদ ইরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। তিনিও বরাবরই ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পক্ষে। গোবর্ধন পীঠধীশ্বর জগদগুরু শঙ্করাচার্য স্বামী শ্রী অধোক্ষজানন্দ দেব তীর্থের বাংলাদেশে সফর প্রসঙ্গে জাতীয় পার্টির প্রধান বলেন, মহারাজজির আগমনে আমরা সবাই খুব খুশি। তিনি এখানে এসেছেন প্রতিটি ধর্মের মানুষকে আশীর্বাদ করতে। সারা বিশ্বের কল্যাণের জন্য পুজো করেছেন আমরা এখানে জগদ্গুরুকে নাগরিক শুভেচ্ছাও দিয়েছি। সরকারের পক্ষ থেকেও প্রটোকল ও নিরাপত্তার ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। গোলাম মহাম্মদ কাদেরও শঙ্করাচার্যকে তার সংসদীয় এলাকা রংপুরে যাওয়ার অনুরোধ করেছেন।

উল্লেখযোগ্যভাবে, শঙ্করাচার্য স্বামী শ্রী অধোক্ষজানন্দ দেব তীর্থ বর্তমানে বাংলাদেশে তীর্থযাত্রায় রয়েছেন। তিনি বাংলাদেশে অবস্থিত শক্তিপীঠ ও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন ও পুজো করছেন। জগদগুরুর সঙ্গে ভারতীয় সাধু ও পণ্ডিতদের একটি প্রতিনিধিদল রয়েছে, যার মধ্যে রয়েছেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রাম প্রসাদ পাল, উত্তর প্রদেশের সিনিয়র সাংবাদিক পিএন দ্বিবেদী, আসামের ডিব্রুগড় থেকে পীঠধীশ্বর শ্রীমহান্ত ত্রিবেণী পুরী, কলকাতার সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী, ড. ওমপ্রকাশাচার্য ও আসামের কামাখ্যা ধাম গুয়াহাটির থানাপতি নিত্যানন্দ গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *