কলকাতা, ২৫ মে (হি. স.) : সামনের মাসের গোড়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসতে পারেন মিঠুন চক্রবর্তী৷ এবিভিপি
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন৷ এ নিয়ে শুরু হয়েছে উদ্যোক্তাদের প্রস্তুতি।
২ জুন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মিঠুনের ৷ সল্টলেকে ইজেডসিসি-তে অনুষ্ঠিত হতে চলেছে ‘লিড বেঙ্গল স্টুডেন্টস কনক্লেভ’। সেই অনুষ্ঠানে অভিনেতা-নেতা মিঠুনই প্রধান অতিথি বলে জানা গিয়েছে৷ দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতিতে আছেন৷ একসময় তৃণমূলে ছিলেন৷ রাজ্যসভায় তাঁকে সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন৷
বেশ কিছুদিন সেভাবেই কাটানোর পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দল বদল করেন তিনি৷ বর্তমানে তিনি গেরুয়া শিবিরের অন্যতম তারক-মুখ৷ এসবের অনেক আগে বিগত বাম সরকারের সঙ্গেও তাঁর সখ্য নিয়ে চর্চা হত সংবাদমাধ্যমে৷ প্রয়াত পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রাজনৈতিক জলঘোলা হয়েছে বিস্তর৷ একাধিকবার সুভাষবাবুর হয়ে তাঁর বিধানসভা এলাকা দমদমে প্রচারও করতে দেখা গিয়েছে অভিনেতাকে।