কানপুর : স্কুলের পঞ্চম তলা থেকে পড়ে মৃত্যু শ্রমিকের

কানপুর, ২৫ মে (হি. স.) : উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ থানা এলাকায় অবস্থিত স্কুল অ্যালেন হাউসে রং করার কাজ করতে গিয়ে বৃহস্পতিবার সকালে পঞ্চম তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা শুরু করেছে।

পাঙ্কি থানা এলাকার গঙ্গাগঞ্জের বাসিন্দা সঞ্জয় শর্মা (৪০) পরিবারের ভরণপোষণের জন্য রং করার কাজ করেন। গত কয়েকদিন ধরে এক ঠিকাদারের তত্ত্বাবধানে মহারাজপুরে অবস্থিত নামকরা স্কুল অ্যালেন হাউসের ভবনে রং করার কাজ করছিলেন তিনি। যথারীতি রং করার কাজ করার সময় হঠাৎ পঞ্চম তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সেখানে পৌঁছে মরদেহ নিয়ে বাড়ি চলে যান। তবে পরে পরিবারের লোকজন দুর্ঘটনার বিষয়টি পাংকি থানায় জানায়। এই খবর পেয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা শুরু করেছে। মহারাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, অ্যালেন হাউসে দুর্ঘটনাটি ঘটে, তবে পরিবারের সদস্যরা দেহ নিয়ে বাড়িতে গিয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়।